Skip to Content
Filters

author.name

শ্রী নলিনীনাথ দাশগুপ্ত

নলিনীনাথ দাশগুপ্ত (জুন ১৯০২ – ৭-১-১৯৬৬) বহরমপুর। জানকীনাথ। বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। শিক্ষা-বিহরমপুর, কলিকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রখ্যাত ইতিহাসবিদ রমেশচন্দ্ৰ মজুমদার ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কৃতী ছাত্র। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে গবেষণা করেন। কৃতিত্বপূর্ণ গবেষণার জন্য ‘গ্ৰীফিথ বৃত্তি’ ও ‘স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্বর্ণপদক’ লাভ করেন। বাংলা ভাষায় তার গবেষণামূলক প্ৰবন্ধ ও পুস্তক উল্লেখযোগ্য। ইংরেজী প্ৰবন্ধগুলিও তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। ডাঃ এন. এন. লাহা সম্পাদিত ‘ইণ্ডিয়ান হিস্টরিক্যাল কোয়াটারলি’র সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দীর্ঘকাল ‘ইণ্ডিয়ান কালচার’ পত্রিকাটি ‘দি এডিটর’ ছদ্মনামে সম্পাদনা করেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘বাংলায় বৌদ্ধধর্ম’, ‘ভারতের নারী পরিচয়’, ‘প্ৰাচীন ইতিহাস’, ‘প্রাচীন ভারতের ইতিহাস’, ‘পুরাতনী’, ‘পরশুরামের কৃষ্ণমঙ্গল’ (সম্পাদিত), ‘The Successors of Kumargupta’, ‘On the Reign of Vijaysena’ প্রভৃতি।