Skip to Content
Filters

author.name

সমীর মজুমদার

সমীর মজুমদার জন্ম ১৯৫৮ সালের ডিসেম্বর মাসে, ভারতের পশ্চিমঙ্গের অবিভক্ত মেদিনীপুরে। স্নাতক পড়াশােনা মেদিনীপুর শহরে। স্নাতকোত্তর পাঠ ভারতের ভিনরাজ্যে। ১৯৯৫ সালে পশ্চিবঙ্গ সরকারের বনবিভাগের চাকরিতে যােগ দেন। চাকরিজীবনে তিনি পশ্চিমবঙ্গের ছটি জেলার মােট উনিশটি বনাঞ্চলে কর্মরত ছিলেন। ২০১৮ সালে তিনি ঝাড়গ্রাম বনবিভাগের সহকারী বন আধিকারিকের পদ থেকে অবসরগ্রহণ করেছেন। | এ পর্যন্ত জঙ্গলের রােমাঞ্চকর অ্যাডভেঞ্চার নিয়ে প্রকাশিত হয়েছে তার তিনটি বই। সাহিত্য রচনার জন্য তিনি মাইকেল মধুসূদন পুরস্কার, বিভূতিভূষণ পুরস্কার, শিক্ষকরত্ন পুরস্কার ছাড়াও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। আনন্দবাজার পত্রিকাসহ নানা পত্রিকার নিয়মিত লেখক তিনি।