Skip to Content
Filters

author.name

সমীর সরকার

সমীর সরকার ২৪শে অগ্রহায়ণ ১৩৬৩ হাওড়া জেলার। আন্দুল মৌড়ির উনসানী গ্রামে জন্ম। বিদ্যালয়, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রথাগত শিক্ষার সাথে সাথে। অধ্যয়ন করেন পুরাণ, গীতা, বেদ, যােগ, জ্যোতিষ, সাংবাদিকতা ইত্যাদি। জ্যোতিষ শাস্ত্রে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের। পরীক্ষায় সর্ববিষয়ে সু-সাফল্যের সঙ্গে প্রথম। স্থানাধিকারী হয়ে উত্তীর্ণ হন। ' NARC 1994 খ্রীঃ জ্যোতিষ প্রভাকর। (স্বর্ণপদক) এবং পরের বছরে জ্যোতিষ। পারিজাত (স্বর্ণপদক) উপাধিতে ভূষিত করে।। 'কাব্য ও সাহিত্য জগতেও তিনি স্বনামধন্য। ব্যক্তিত্ব। কাব্যে দক্ষতা স্বরূপ ২০০৯খ্রীঃ ইতিহাসবিদ শিবশঙ্কর চক্রবর্তী স্মৃতি পুরস্কারে ভূষিত হন। কলকাতার প্রখ্যাত। ইদানীং নাট্য গােষ্ঠীও তাদের রজত জয়ন্তী। বর্ষে কবিকে পুরস্কৃত করেন। কলকাতার। থিয়েটার, যাত্রা, নাটক ও শিল্পী মহলে। গীতিকার হিসাবেও যথেষ্ট সুনাম রয়েছে। আটের দশকে ইনি কলকাতার প্রথম শ্রেণীর দৈনিকে সাংবাদিকতাও করেছেন। পত্রিকা। সম্পাদনা কার্যেও তার অভিজ্ঞতা আছে, তিনি। বিখ্যাত সাময়িক পত্র ছাড়পত্র পত্রিকার। সম্পাদনা করেছেন। ' বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে। পরিভ্রমণ করে অধ্যাত্ম ও জ্যোতিষ গবেষণা। কার্য চালাচ্ছেন। ইনি পশ্চিমবঙ্গের বিভিন্ন। পঞ্জিকার গণক ও ব্যবস্থাপক। অসংখ্য। জ্যোতিষ গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। জ্যোতিষ জগতে শ্রীবশিষ্ঠ ছাড়াও জ্যেতিষ। জগতে ‘সমীর সরকার ছাড়াও শ্রীবশিষ্ট। নামে তঁার ভারত জোড়া খ্যাতি রয়েছে। ' নিষ্ঠাবান গীতা সাধকপিতা যােগেশচন্দ্র সরকার মহাশয় ও জ্যোতিষ-তন্ত্র-মন্ত্র ও। সাধনা জগতের দিকপাল শ্রী নাগার্জুন, শ্রী। কৌটিল্য, দিলীপ কাঞ্জিলাল, দিলীপ পাঠক। এবং তারাপীঠের তাপস মুখােপাধ্যায়। মহাশয়—এঁদের প্রত্যেককে স্ব স্ব জ্ঞানের। জগতে গুরুপদে লাভ করে—লেখক গীতা,। তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ সাধনা শিক্ষা করেন।