Skip to Content
Filters

author.name

সহস্র সুমন

সহস্র সুমন জন্ম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে। বাবা মো: শাহজাহান আলী, মা মোছা কোহিনূর খাতুন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন শুরু করেছিলেন দেশ টিভিতে সাংবাদিকতা দিয়ে। কিন্তু তা বেশি দিন ভালো লাগেনি। তারপর রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। সেখানে কিছু দিন কাজ করার পর ৩৪ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে যোগ দেন। বর্তমানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। পেশাগত জীবনে বৈচিত্র তিনি চান, তেমনি লেখালেখিতেও চান এক ধরণের রোমাঞ্চ। তাই শত ব্যস্ততার মাঝেও নিজ আত্মার খোরাক হিসেবে লেখালেখিটা চলছেই।