Skip to Content
Filters

author.name

সাইফ শোভন

সাইফ শোভন পুরাে নাম সাইফউদ্দিন মাে. পারভেজ শােভন, ১৯৬৮ সনের ৭ আগস্ট ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। জন্ম হয় ময়মনসিংহ শহরের কেন্দ্রীয় কারাগারের কোয়ার্টারে। তিনি ১৯৯৫ সনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সনে (GSS) গণ সাহায্য সংস্থায় (SMDP) Social Mobilization Development Programme, এর আওতায় (PTE) Popular Theatre Education বিভাগে কর্মরত ছিলেন। চাকরি জীবনের শুরু থেকেই তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সাইফ শােভন GSS থাকাকালীন সময় থেকেই গণ নাটক পরিচালনা এবং অভিনয়ে দক্ষতার সাথে রচনা করেন, মুক্তিযুদ্ধের উপর গণ নাটক লিখেন। এর পর ১৯৯৬ সনে মূকাভিনয়ের উপর উচ্চতর শিক্ষা লাভ করেন এবং বিটিভিতে পারফর্ম করেন। তার উল্লেখযােগ্য স্কেচসমূহ হচ্ছে, পরিবেশগত Syarit (Environment Problem), (Education for life) শিক্ষা আনে চেতনা, সড়ক দুর্ঘটনা (Road accident), Charli Chaplin চার্লি চ্যাপলিন প্রভৃতি। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে যান। ১৯৮৭ সাল, ১০ই নভেম্বর, ঢাকায় অবরােধে এসে এরেষ্ট হয়ে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী হিসাবে ২ মাস থাকার পর জামিনে মুক্ত হন। স্বৈরাচার বিরােধী আন্দোলন করতে গিয়ে কারাগারে। ২০০১ সালে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা পাশ করেন। ঢাকায় খেলাঘর, মূকাভিনয় করেন চাকরির পাশাপাশি। বর্তমানে তিনি এক পুত্র সন্তানের জনক।

Books by the Author