সাগর দে
সাগর দে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, মহসিন কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ, আন্তর্জাতিক ব্যবস্থাপনা থেকে এমবিএ পাশ করেন এবং বিআইএম থেকে পিজিডিএম পাস করেন। এটা লেখকের প্রথম বই। ই-কমার্স নিয়ে কাজ করছেন ২০১২ সাল থেকে। বর্তমানে চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলির ফাউন্ডার এডমিন যার মাধ্যমে অনেক অনেক উদ্যোক্তা আজকে। সফলতার মুখ দেখছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ‘ই-বাণিজ্য করবাে নিজের ব্যবসা গড়বাে' প্রজেক্টের একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।