সাগরিকা রায়
সাগরিকা রায় ডুয়ার্সে জন্ম। সাহিত্যের ছাত্রী। লেখালেখির শুরু কলেজ জীবন থেকে বিভিন্ন চড়ুই পত্রিকায়। কিছুদিন শিক্ষকতার পর পুরােপুরি সাহিত্যে মনােনিবেশ। উত্তরবঙ্গ সংবাদ , বসুমতী , দৈনিক বর্তমান , সাপ্তাহিক বর্তমান , দেশ, সানন্দা , আনন্দমেলা , উনিশ কুড়ি , অনুষ্টুপ, শিলাদিত্য, কিশাের ভারতী, শুকতারা, নবকল্লোল, ফেমিনা, গৃহশােভা, শারদাঞ্জলি, তথ্যকেন্দ্র, যুগশঙ্খ , আজকাল, আজকের সম্পূর্ণাছাড়াও অন্যান্য অনেক পত্রিকায় ছােটগল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। পত্রভারতী থেকে প্রকাশিত ১৭টি গল্প নিয়ে ‘মৃত্যু উপত্যকা’ নামের গল্প সংকলন, দি ক্যাফে টেবিল থেকে ডার্ক ফ্যান্টাসি-গল্প সংকলন ‘প্যান্ডােরার বাক্স’, রহস্র নভেলা’, ‘খুনের পরের কয়েক ঘন্টা’ আত্মজা প্রকাশনী থেকে মূলধারার সাহিত্যের ছােটগল্প সংকলন ‘জলস্বজন, বইওয়ালা প্রকাশনী থেকে ‘স্ব-নির্বাচিত নামে একটি ছােটগল্প সংকলন , অরণ্যমন প্রকাশনী থেকে ‘হিম পড়ছিল’ [থ্রিলার], ফ্যাভ বুকস প্রকাশনী থেকে ‘ধূসর জগত’ [হরর গল্প ১৩টি], এখন ডুয়ার্স প্রকাশনী থেকে ‘ডুয়ার্সের গপ্পোসপ্পো’ [ড়য়ার্স নিয়ে ছােট ছােট গল্প], ‘শালবনে রক্তের দাগ’ [থ্রিলার] বাংলাদেশ-এর বাতিঘর (ঢাকা) প্রকাশনী থেকে থ্রিলার ‘রাতের রঙ কালাে এবং আদী প্রকাশনী থেকে হিস্টোরিক্যাল হরর উপন্যাস ‘মৃত্যু নিয়ে খেলা প্রকাশিত হয়েছে। পত্রভারতী, বাতিঘর প্রকাশনী, পলান্ন প্রকাশনী, এখন ডুয়ার্স, শপিজেন বাংলা প্রকাশনী থেকে ২০২১ সালে এই বই আসছে। এ ছাড়াও অন্যান্য প্রকাশনী থেকে ভৌতিক ও রহস্য নভেলা প্রকাশের অপেক্ষায় আছে। রয়েছে প্রচুর গল্প বিভিন্ন গল্প সংকলনে। ২০১৫ সালে উত্তরবঙ্গের কোচবিহার। থেকে ‘ত্রিবৃত্ত সাহিত্য পুরস্কারে সম্মানিত। ২০১৭ সালে কুসুমের ফেরা পত্রিকা থেকে নবরত্ন পুরস্কার প্রাপ্তি।