Skip to Content
Filters

author.name

সাজিদ হাসান

সাজিদ হাসান একেবারেই সাধারণ গ্রামীণ জীবনে আমার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আমার নেশা ছিল প্রচণ্ড। পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে রেখে কত যে বই পড়তাম! তারপর একসময় ঢাকার এক পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলাম। ওই সময়টাতেই সর্বপ্রথম নাস্তিকদের বিভিন্ন ব্লগে, ভিডিওতে ছড়ানো হরেক রকমের প্রোপাগান্ডার মুখোমুখি হই, যা হাজারো তরুণের মতো আমার স্বল্প জ্ঞানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বিশ্বাসকেও টলিয়ে দিয়েছিল। আল্লাহর করুণা, শেষ পর্যন্ত 'প্যারাডক্সিকাল সাজিদ'-এর মতো বই বের হয়, এদেশের ইসলামি সাহিত্যে যার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে 'ডাবল স্ট্যান্ডার্ড' বইটি। স্বীকার করতে দ্বিধা নেই, প্রাণপ্রিয় শামসুল আরেফিন শক্তি ভাইয়ের মানুষকে কনভিন্স তার সাথে এটাও স্বীকার করতে দ্বিধা নেই, শক্তি ভাইয়ের শক্তিমান সব লেখা ও কথার প্রভাবেই এই বইটি লেখা হয়েছে। তবে আমার বা বইয়ের যত ভুলত্রুটি-তার সঙ্গে শামসুল আরেফিন ভাইয়ের কোনো সম্পর্ক নেই। এ ছাড়াও এই বইটি লেখার পেছনে জাগতিক কোনো উদ্দেশ্য আমার নেই। আল্লাহই সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।