Skip to Content
Filters

author.name

সাজ্জাক হোসেন শিহাব

সাজ্জাক হোসেন শিহাব লেখার আলো জ্বেলে তিনি নানান ঢঙে পাঠকদের নিয়ে যান জীবনের চৌকাঠে। শোনান হরেক রকম গল্প। তিনি স্বপ্নবাজ এক তরুণ। তাঁর লেখার বৈচিত্র্যের কারণে এরই মধ্যে তিনি পাঠকনন্দিত হয়েছেন। ধূপছায়া গল্পগ্রন্থের জন্য তিনি ২০১৬ সালে তরুণ শাখায় পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার। আলোর পথে তাঁর নিরন্তর ছুটে চলা। তিনি মানুষকে ভালোবাসেন। মানুষের কথা বলতে ও লিখতে আনন্দ পান। পছন্দ করেন ঘুরতে। প্রকৃতির সান্নিধ্যে থাকতে তার ঢের আগ্রহ। ঘুরেছেন বারোটি দেশ। জীবনের গ্লানি মুছে মানুষকে স্বপ্নের গল্প শোনানো তাঁর নেশা। তিনি এপর্যন্ত পনরোটি বই লিখেছেন। গল্প, উপন্যাস,কবিতা, শিশুসাহিত্য আর অনুবাদে তাঁর অবাধ বিচরণ। তাঁর উপন্যাস মহাদেশ-মহাকাল পাঠকদেরকে দিয়েছে ভিন্ন কন্টেন্টের সান্নিধ্য। শুধু লেখালেখি নয়, তিনি বেশ সফল তাঁর পেশাজীবনেও। বস্ত্রপ্রকৌশলের ওপর তিনি স্নাতকোত্তর করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে। একই বিষয়ে স্নাতক করেছেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। একমাত্র ছেলে সাজিদ আর স্ত্রী পুষ্টিবিদ তামান্নাকে নিয়ে তিনি ঢাকায় বসবাস করেন। নিয়মিত লেখে যাচ্ছেন বিভিন্ন জাতীয় ও সাহিত্য পত্রিকায়।