সাত্যকি হালদার
সাত্যকি হালদারের জন্ম ১৯৬৫-র ডিসেম্বরে। পেশায় ডাক্তার। শৈশব ও জীবনের প্রথম দিক কাটে এক শান্ত মফস্বলে। পরে ডাক্তারি পড়তে কলকাতায় আসা। সেই সময় থেকেই লেখালেখির শুরু। প্রথম দিকে ছােটগল্প, সেই সঙ্গে গল্পকে বিচিত্রগামী করে তােলার চেষ্টা। পরে ক্রমশ উপন্যাস লেখায় মন দেন। উপন্যাসও তার হাতে অন্য মাত্রা পেতে থাকে। এ পর্যন্ত প্রকাশিত বই কুড়িটি গল্প’ (গল্প। সংকলন) এবং ইছাই নদীর পালা’ উপন্যাস। সেই হিসাবে বন পরব’ উপন্যাস তার তৃতীয় গ্রন্থ।