Skip to Content
Filters

author.name

সাদেক সরওয়ার

সাদেক সরওয়ার চট্টগ্রামের মানুষ। সমুদ্রের নােনা হাওয়ায় বেড়ে উঠেছেন। মনটাও তাই সমুদ্রের মতােই দিগন্তবিস্তৃত! সেই বিস্তৃত মনে সাহিত্যকে ধারণ করেছেন এক সাবলীল ভঙ্গিমায়। পেশায় ব্যবসায়ী হলেও তরুণ লেখকদের জন্য একটি সাহিত্যিক প্ল্যাটফর্ম তৈরির কথা ভাবছিলেন অনেকদিন ধরেই। সেই ভাবনা থেকেই কবিতায় এপার ওপার কাব্য সংকলনের পর এবার সম্পাদনা করেছেন ছােট গল্প সংকলন ‘গল্পে এপার ওপার'। ইতােমধ্যেই তাঁর সম্পাদনায় বের হওয়া কবিতায় এপার ওপার' সংকলন সিরিজ দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। কুড়িয়েছে ব্যাপক প্রশংসাও।