Skip to Content
Filters

author.name

সাধন চট্টোপাধ্যায়

সাধন চট্টোপাধ্যায় জন্ম ১৯৩৩, বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায়। পড়াশুনো করেছেন পদার্থবিদ্যা নিয়ে। বিশিষ্ট কথাসাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। ‘পানিহাটা’, ‘তিনতরঙ্গ’, ‘মাটির অ্যান্টেনা’, ‘জলতিমির’ উল্লেখযোগ্য উপন্যাস। লিখেছেন ছ’শতাধিক ছোটগল্প। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্কিম পুরস্কার’, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘শরৎস্মৃতি পুরস্কার’ ও অন্যান্য সম্মাননা। বর্তমানে ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকমণ্ডলীতে যুক্ত।