সাধনা সাহা
সাধনা সাহা জন্ম মধুমতীর পাড়ে গড়ে ওঠা এক মফস্বল শহরে, নাম যার গোপালগঞ্জ। জন্ম সাত ডিসেম্বর বেড়ে ওঠা গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোডে। প্রথম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত গোপালগঞ্জের বীণা পাণি সরকারি (প্রাথমিক ও মাধ্যমিক) বালিকা বিদ্যালয়ে। এইচএসসি ও বিএসসি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়নে এমএসসি শুরু করার পর মধ্যবিত্ততার যূপকাষ্ঠে এমএসসির বলি হয়ে বিয়ে নামক নতুন আঙ্গিকে গৃহিণী। নামে আত্মপ্রকাশ ঘটে। বৈবাহিক সূত্রে বাগেরহাট জেলার বাসিন্দা হলেও স্বামীর চাকরিসূত্রে খুলনায় বসবাস। তিনি একজন গৃহিণী। দুই সন্তানের জননী। স্কুলজীবন থেকে লেখালেখির সঙ্গে জড়িত। বিভিন্ন পত্র-পত্রিকা ও সংকলনে তার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। ২০২২ সালে ভাষাচিত্র থেকে প্রকাশিত হয় প্রথম কবিতার বই অনুভবে তুমি। পরের বছর প্রকাশিত হয় প্রথম উপন্যাস একান্ত আমারই। মাতৃহীনা কিশোরীর অবাধ দূরন্তপনার দুঃসাহসিক জীবনসংগ্রাম নিয়ে এ বছর প্রকাশিত হলো তার দ্বিতীয় উপন্যাস মিনির মেয়েলো।