Skip to Content
Filters

author.name

সামশাদ সুলতারা খানম

সামশাদ সুলতানা খানম জন্ম ৯ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করে উক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চ জার্নালে ছাপা হয়েছে তাঁর গবেষণাপত্র। পেশাগত জীবনে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করছেন। এ পর্যন্ত ২০টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন, সেইসাথে বহির্বিশ্বে বাংলাদেশকে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শীতার পাশাপাশি শিখেছেন জাপানি, ফরাসি এবং আরবি ভাষা । বরাবরই নিজেকে একজন সুপাঠক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার মতে পড়ার অভ্যাস না থাকলে, লেখার অভ্যাস গড়ে তোলা মুশকিল । কল্পনায় নিজের মতো করে মানবমনের অলিগলি ঘুরে বেড়াতে ভালো লাগে, তাই অবসরে লেখালেখির পাশাপাশি চলমান জীবন এবং এর সাথে সংশ্লিষ্ট মানুষজন নিয়ে ভাবতে খুব পছন্দ করেন তিনি । ‘অলকানন্দা’ প্রথম প্রকাশিত উপন্যাস হলেও গত এক দশক ধরে কবিতা, গল্প আর ভ্রমণকাহিনি লিখছেন ।

Books by the Author