Skip to Content
Filters

author.name

সায়ফুজ্জামান শিখন

সায়ফুজ্জামান শিখন ১৯৯৩ সালের ১১ জুন। টাংগাইল জেলার মধুপুর থানায় জন্মগ্রহন। করেন। তার পিতার নাম এবিএম রাশেদী, মাতা জেসমিন সুলতানা। তিন ভাই বােনের। মাঝে তিনি মধ্যম। তার বড় এক বােন এবং ছোট এক বােন আছে। ছোট্ট শহর মধুপুরের অব স্বাধীনতার মাঝে তার বেড়ে উঠা।। ২০১০ সালে মধুপুর শহীদ স্মৃতি স্কুল থেকে। এসএসসি পাশ করেন। তার কলেজ জীবন। ছিল ঘটনাবহুল। তিনি নটরডেম কলেজে। এইচএসএসসি শুরু করলেও পরবর্তীতে শহীদ স্মৃতি কলেজ থেকে এইচএসসি কম্পলিট করেন। পরবর্তীতে ময়মসিংহে। অবস্থিত কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে ২০১৮ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি দীন আই হসপিটালে। অপথ্যালমােলজিস্ট হিসেবে কর্মরত আছেন