সালমা আফরোজ
কবি ও কথা সাহিত্যিক সালমা আফরােজ। জন্ম- সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ভাটদিঘুলিয়া গ্রামে। পিতা- এম এ হামিদ। মাতা। সালেহা বেগম। ছয় বােন তিন ভাইয়ের মধ্যে সালমা আফরােজ দ্বিতীয়। ব্যক্তি জীবনে তিন কন্যার জননী। ছােটবেলা থেকেই তিনি সংস্কৃতিমনা। কবিতা, আবৃত্তি, সঙ্গীত চর্চা তার সখের বিষয়। ছােটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আকর্ষণ ছিল। তিনি একজন গীতিকার। পেশা শিক্ষকতা। পুরস্কার: সাংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা সামাজিক ফাউণ্ডেশন। কর্তৃক গুণীজন সম্মাননা ২০১৬, অমর প্রকাশনী কর্তৃক কবি ও কথা সাহিত্যিক হিসেবে বিশেষ অবদানের জন্য মহান বিজয় দিবস স্মারক ২০১৭ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন।