Skip to Content
Filters

author.name

সালাহ উদ্দিন শুভ্র

২০১১ সালে তার প্রথম গল্পের বই 'মানবসঙ্গবিরল’ নজর কেড়েছিল অনেকের। তারও আগে ব্লগে লেখালেখি ও সাহিত্য সমালােচনার মধ্য দিয়ে তিনি আলােচনায় আসেন। তিন বছর বিরতির পর লেখেন উপন্যাস ‘গায়ে গায়ে জ্বর। তারপর আবার বিরতি। এবারের বইমেলায় এনেছেন গল্পের বই ‘মেয়েদের এমন হয়। বাংলা সাহিত্যকে ক্রমে সহজ ও স্থানীয় করে তােলার প্রয়াস তার তিন বইয়ে বিদ্যমান। তুমুল লিখে চলেছেন ফেসবুকে। প্রতিষ্ঠিত মাধ্যমের বাইরে নিজস্ব এক ভঙ্গি গড়ে তােলায় তিনি সদা সরব। তার এবারের বইটি সমসাময়িকদের ছাড়িয়ে যাওয়ার প্রয়াস। জন্মগ্রহণ করেছেন ফেনীতে, আশির দশকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশােনা শেষ করে বর্তমানে সাংবাদিক হিসেবে চাকরি করে আসছেন বিভিন্ন পত্রিকায়। তার সঙ্গে যােগাযােগ