সাহিদা আক্তার
সাহিদা আক্তার ১৯৮৬ সালের ১৫ই এপ্রিল। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার হিজুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : মৃত. সৈয়দ আব্দুল লতিফ মাতা : আলেয়ান্নাহার হাওয়া। পাঁচ বােন তিন ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। ফুলহারা উচ্চ বিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বাংলায় বি.এ অনার্স ও মাস্টার্স করেন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে। অধ্যয়নরত সময়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। দীর্ঘ একযুগ ধরে তিনি শিক্ষকতা পেশায় আছেন। বিবাহিতজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের মা। পারিবারিক জীবনও কর্মজীবনের পাশাপাশি তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। শখ বই পড়া ও লেখালিখি করা। লেখালিখির যাত্রা শুরু ছােটবেলাতেই। মাধ্যমিকে থাকতেই তাঁর কিছু কবিতা রেডিওতে প্রচার করা হয়। বর্তমানে ICT নিয়ে কাজ করছেন। লেখার যাত্রা কবিতা দিয়ে শুরু করলেও তিনি ছড়া, গান ও ছােটগল্প লিখতে ভালােবাসেন। সৃষ্টিশীল কর্মের অনেক স্বাক্ষর রেখেছেন তিনি নানাকাজে যুক্ত থেকে।