Skip to Content
Filters

author.name

সুজাত মনসুর

সুজাত মনসুর প্রবাসী লেখক-কলামিস্ট-সাংবাদিক সুজাত মনসুরের জন্ম সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। শৈশবে পিতার অনুপ্রেরণায় দীক্ষা নেন মুজিবাদর্শে। ছাত্রলীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের পদসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। লেখালেখির অভ্যাস ছিল স্কুলজীবন থেকেই । সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন বিলেতের সাপ্তাহিক জনমত-এ বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালনের মাধ্যমে ১৯৯৬ সালে । ছিলেন বিলেতের প্রথম বাংলা চ্যানেল, বাংলা টিভির প্রােগ্রাম কো-অর্ডিনেটর । লিখে যাচ্ছেন বিরামহীনভাবে। তার লেখার বিষয় মূলতঃ বঙ্গবন্ধু পরিবার। প্রকাশিত গ্রন্থ : সফল রাজনৈতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বত্রিশ অথবা বাঙালির ঠিকানা।। সম্পাদিত গ্রন্থ : কবিতায় মুক্তিযুদ্ধ, মুজিব মানেই মুক্তি, শেখ মুজিবের রেণু, একা একজন যুদ্ধ কিন্তু শত সেক্টরে, একজন শেখ কামাল, যুদ্ধজয়ের গল্প, মুজিব তুমি বাংলাদেশের হৃদয়। সুজাত মনসুর ঘর বেঁধেছেন কবি ও গল্পকার সফিয়া জাহিরের সাথে । তিন সন্তান সেঁজুতি, সেমন্তি ও সুপ্রতকে নিয়ে সুখের সংসার। বর্তমান নিবাস বিলেতের নৈসর্গিক লীলাভূমি লেক ডিস্ট্রিকে । বড় মেয়ে সেঁজুতি মনসুর লেখক হবার স্বপ্ন বুকে লালন করে লিখে যাচ্ছে নিয়মিত।