সুতপন চট্টোপাধ্যায়
সুতপন চট্টোপাধ্যায় হুগলি জেলার ধনিয়াখালীতে জন্ম। কৈশোর মামার বাড়ি হুগলি জেলার দ্বারবাসিনী গ্রামে। পড়াশোনা শেষে কিছুকাল কলকাতা তারপর দীর্ঘসময় দিল্লিতে কাটিয়েছেন। বিদেশেও কেটেছে কিছুকাল। কলকাতায় থাকাকালীন গল্পপত্র ও শিরোনাম দুটি পত্রিকায় যুক্ত ছিলেন। দেশ, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, বিভাব, প্রমা ও অন্যপ্রমা, কথা সাহিত্য, কলেজ স্ট্রিট ও বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখে থাকেন, পেশায় ম্যানেজমেন্ট প্রফেশানাল রবীন্দ্রসংগীত ভালোবাসেন। বেড়াতে ভালোবাসেন। এখন কলকাতায় থাকেন।