Skip to Content
Filters

author.name

সুতপন চট্টোপাধ্যায়

সুতপন চট্টোপাধ্যায় হুগলি জেলার ধনিয়াখালীতে জন্ম। কৈশোর মামার বাড়ি হুগলি জেলার দ্বারবাসিনী গ্রামে। পড়াশোনা শেষে কিছুকাল কলকাতা তারপর দীর্ঘসময় দিল্লিতে কাটিয়েছেন। বিদেশেও কেটেছে কিছুকাল। কলকাতায় থাকাকালীন গল্পপত্র ও শিরোনাম দুটি পত্রিকায় যুক্ত ছিলেন। দেশ, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, বিভাব, প্রমা ও অন্যপ্রমা, কথা সাহিত্য, কলেজ স্ট্রিট ও বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখে থাকেন, পেশায় ম্যানেজমেন্ট প্রফেশানাল রবীন্দ্রসংগীত ভালোবাসেন। বেড়াতে ভালোবাসেন। এখন কলকাতায় থাকেন।