Skip to Content
Filters

author.name

সুনন্দা সিকদার

সুনন্দা সিকদার জন্ম ১৯৫১, শৈশবের দশটি বছর নিঃসন্তান পিসিমার কাছে পুববাংলার এক প্রত্যন্ত গ্রামে কেটেছে। ১৯৬১-তে পশ্চিমবঙ্গে শিক্ষক-শিক্ষিকা বাবা-মার কাছে চলে আসা ও শহরজীবনের সঙ্গে পরিচয়। এগারো বছর বয়সে ক্লাস সেভেনের মাঝামাঝি স্কুলে ভর্তি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বর্তমানে স্বামী ও দুই কন্যাসহ গৃহবধূর জীবন। বইপড়া, গানশোনা, নাটক দেখা ও বাচ্চাদের দিয়ে নাটক করানো-ই শখ।