সুবীর ভট্টাচার্য
সুবীর ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের স্নাতকোত্তর ডিগ্রিধারী মানুষটি নগরকলকাতার নাগরিক জীবনের মধ্যে আজন্ম থেকেও নগর-সভ্যতার এই কোলাহল মুখরিত জীবন একদম ভালবাসেন না। সুযােগ পেলেই বেরিয়ে পড়েন অচেনা অজানা পৃথিবীর পথে। আর যখন বাধ্য হয়ে কলকাতার কংক্রিটের জঙ্গলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রাত্যহিক জীবনযাপন করেন, তখনও সবুজ প্রকৃতি, নীল সমুদ্র, বিশেষত হিমালয় তার চিন্তার জগৎ জুড়ে থাকে। লেখেন, মূলত ট্রেকিং-ভ্রমণ কাহিনী। ইতিমধ্যে তা নিয়ে তার একাধিক সংস্করণে তিনটি বই প্রকাশিত। নিজের জীবনের ঘটে যাওয়া সব অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিয়েও লিখেছেন দু'খানি বই। বাজারি নামি দামি পত্রিকাতেও তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। নিজেও একটি ব্যতিক্রমী ভ্রমণ - পত্রিকা যারা যাযাবর -এর সম্পাদনার সাথে এক যুগ ধরে যুক্ত। তবে বেহিসেবি প্রকৃতি-প্রেমিক বলে তিনি সমাজ-রাজনীতি-অর্থনীতিতে অনাগ্রহী নন। সমাজবিজ্ঞানীদের সংগঠন ইন্ডিয়ান স্কুল অব সােস্যাল সায়েন্সেস, কলকাতার মুখপত্র সমাজ সমীক্ষার কার্যকরী সম্পাদক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ওইসব বিষয়ে তার আগ্রহকেই প্রমাণ করে।