সুব্রত পাল
সুব্রত পাল জন্ম ২৭ ডিসেম্বর নাটোর জেলার গুরুদাসপুরে। শৈশব কেটেছে গুরুদাসপুর উপজেলা সদরে। গুরুদাসপুর সরকারি মডেল পাইলট হাই স্কুলে পড়াশোনা চলাকালীন লেখালেখির সূচনা। সে সময় থেকেই ছড়া, কবিতা ও ছোটোগল্প লিখতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে পড়াশোনা । বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন সম্মানিত সদস্য। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে কর্মরত। বাংলাদেশ বেতার ও টিভির একজন স্বনামধন্য গীতিকার। প্রকাশিত অন্যান্য গ্রন্থ রং বদল (উপন্যাস), প্রত্যাবর্তন (উপন্যাস), অবিচ্ছেদ্য ভালোবাসা (উপন্যাস), স্বাধীন (উপন্যাস), টিনেজার লাভ (উপন্যাস), অনুভবে ভালোবাসা (কবিতা), রঙে ভেজা মন (কবিতা), ভালোবাসা ভালোবাসা নিরন্তর (কবিতা), জয় বাংলার গান (কবিতা)।