সুমন ভট্টাচার্য
সুমন ভট্টাচার্যের সাংবাদিক জীবনের শুরু ১৯৯০ তে, চিনে বেজিং এশিয়াড যাওয়ার মধ্যে দিয়ে। সেটা ভিয়ানেনমান স্কোয়ারে ছাত্রদের আন্দোলন শুঁড়িয়ে দেওয়ার কয়েক মাসের ব্যবধানে। তারপর থেকে তিনি কাজ করেছেন কলকাতার বিভিন্ন সংবাদপত্রে কখনো দেশের অগ্রগণ্য টেলিভিশন চ্যানেলেও যুগান্তরের হয়ে যেমন তিনি চিন গেছেন, তেমনি আনন্দবাজারের হয়ে কার্গিল, আবার প্রতিদিনের হয়ে ২০০২ গুজরাট। নিপ্রিতে আউট লুক পত্রিকার পাশাপাশি চাকরি করেছেন পাওনিয়ার দৈনিক সংবাদপত্রেও। লিখেছেন তেহেলকাতেও, আবার অর্গানাইজার পত্রিকাতেও। রেডিও সাংবাদিকতায় নতুন দিগন্ত খুলে দিয়েছেন এফ এম এ খবর পরিবেশন করে তাও আবার রাশিয়ার সরকারি বেতার সংস্থার ভয়েস অব রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে। তার আগের দুটি বই, 'কেন আমি দক্ষিণপন্থী বুজোৱা এবং মুসলিম কন্যাকে চিঠি হিন্দু বাবার ইতিমধ্যে পাঠক মহলে সাড়া ফেলেছে। মুজিব শতবর্ষে তিনি 'এপারের চোখে মুজিব' বলে একটি বিশেষ সংকলন গ্রন্থের সম্পাদনা করেছেন। পররাষ্ট্রনীতি, দক্ষিণপূর্ব এশিয়ার ঘটনাবলী নিয়ে তিনি যেমন নিয়মিত কলম ধরেন ভারত এবং বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে, তেমনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উপস্থিত থাকেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও।