সেলিনা ইসলাম
জন্ম ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশের খুলনা জেলায়। বাবা মরহুম শেখ নূরুল ইসলাম। এবং মা মরহুমা রহিমা খাতুন। চার ভাইবােনের মাঝে সবার ছােট। বিভিন্ন ব্লগ, অনলাইন, ম্যাগাজিন, যৌথ সঙ্কলনসহ। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়ে থাকে। তিনি গল্প, কবিতা, গান, প্রবন্ধ, । উপন্যাস ও ছড়া প্রভৃতি। নিয়মিতভাবে লিখে চলেছেন। গৃহিণী সেলিনা ইসলাম এক। ছেলে, এক মেয়ে এবং স্বামীকে নিয়ে বর্তমানে নিউ ইয়র্কে। বসবাস করছেন।