সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ
সৈয়দ আনােয়ার আবদুল্লাহ তরুণ আলেমেদ্বীন। এছাড়া একজন মােবাল্লিগ, সাহিত্যিক, গবেষক ও হাকিম হিসেবে পরিচিত। লিখেছেন সাহিত্যের নানান শাখায় ডজনখানেক জনপ্রিয় গ্রন্থ। বেশ কিছুদিন প্রাচীনতম শীর্ষ জাতীয় দৈনিক ইত্তেফাকের সহসম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জামেয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারি ও জামেয়া দারুল মারিফ, চট্টগ্রাম থেকে উচ্চতর ইসলামী পড়ালেখা সমাপ্ত করে পরবর্তীতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তিব্বীয়া কলেজ থেকে ডিপ্লোমা এন্ড ইউনানি মেডিকেল সার্জারি (ডিইউএমএস) সমাপ্ত করেন। পেশায় একজন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক। জন্ম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী উত্তরসুর সৈয়দ পরিবারে। সিপাহসালার সৈয়দ নাছির উদ্দিন (রহ.)-এর রক্তধারায় এ পরিবারের আলেম উলামা দাঈ, সাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী সাধকদের রক্ত তার চেতনায় বহমান। পিতা বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ বহুগ্রন্থ প্রণেতা তরফরত্ন। সৈয়দ আব্দুল্লাহ। মাতা শেখ জাহানারা আব্দুল্লাহ’র একমাত্র সন্তান। ব্যক্তি জীবনে স্ত্রী সৈয়দা কামরুন্নেছা, ছেলে সৈয়দ ইলিয়াস আবদুল্লাহ তাহসীন ও মেয়ে সৈয়দা নূরে খানছা উমারাহ-কে নিয়ে তার সুখময় সংসার ।