Skip to Content
Filters

author.name

সৈয়দ ইরফানুল বারী

সৈয়দ ইরফানুল বারী সৈয়দ ইরফানুল বারী জন্ম ১৯৪৫ সালের ১ মার্চ, কিশােরগঞ্জে।। '১৯৬০ এর দশকের তােলপাড় করা দ্বন্দ্বমুখর রাজনৈতিক সময় তাকে টেনে এনেছিল রাজনীতির স্রোতে। '১৯৬৭-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর হবার এবং সাংবাদিকতার অভিজ্ঞতা অর্জন করার কোনাে মূল্য থাকলাে না যখন মওলানা ভাসানী তাকে বললেন, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতে কোনাে ডিগ্রির দরকার হয় না, দরকার ত্যাগের। ১৯৬৯ থেকে নতুন জীবন শুরু হয়েছিল কঠোর অনুশীলন, ত্যাগ এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন মজলুম জননেতার প্রিয়-কর্মী। দীর্ঘদিন পালন করেছেন তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব। তার জন্ম টাঙ্গাইলে নয়, কিন্তু তা সত্ত্বেও মওলানা ভাসানীর সন্তোষ-আশ্রম কোনােদিন ছাড়েননি। দেশ-বিদেশ ঘুরেছেন। তথাকথিত ‘উন্নত জীবনের হাতছানি পেয়েছেন। কিন্তু ফিরে এসেছেন সন্তোষের শিশির-বিন্দুতে।। বর্তমানে তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোর্স শিক্ষক।। ছাত্র-ছাত্রীদের পড়ান ‘মওলানা ভাসানী স্টাডিজ’। আক্ষরিক অর্থেই শয়নে-স্বপনে তার ধ্যান-জ্ঞান মওলানা ভাসানী।।