Skip to Content
Filters

author.name

সৈয়দ মনোয়ার আলী

সৈয়দ মনােয়ার আলী মাতৃভূমি বাংলাদেশের সাতক্ষীরায় পিতৃভূমি বসিরহাট, পশ্চিম বাংলা। সাতচল্লিশের দেশভাগের পর পরিবারসদস্যরা বিচ্ছিন্নভাবে বসিরহাট ছেড়ে পূর্ব বাংলায় চলে আসে এবং খুলনার মিয়াপাড়ায় গড়ে তােলে স্থায়ী আবাস। তিনি খুলনা সেন্ট জোসেফস্ হাইস্কুল থেকে ১৯৫৯ সালে প্রথম বিভাগে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুল। জীবন থেকে রাজনীতি সচেতন এবং ষাটের দশক জুড়ে খুলনায় সামরিক শাসনবিরােধী ছাত্র আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন। ফলে আনুষ্ঠানিক শিক্ষা ব্যাহত হয়। ১৯৬৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর আগে ১৯৬৩ সালে সাংসারিক প্রয়ােজনে জুট মিলে। চাকরি নেন। সাহিত্যের অনুশীলন দীর্ঘদিনের, তবে লেখালেখির শুরু চাকরি থেকে অবসর গ্রহণের পর। প্রথম গ্রন্থ। ‘সাতচল্লিশের বঙ্গভঙ্গ, উদ্বাস্তু সময় এবং আমাদের মিনা পরিবার প্রকাশকাল। ২০১৩। বর্তমান গ্রন্থ '১৯৭১ : অবরুদ্ধ দেশে রুদ্ধশ্বাস জীবন' মুক্তিযুদ্ধের। ব্যক্তিগত স্মৃতি ও অবলােকন ।।