সৈয়দ মাজহারুল পারভেজ
দুই বাংলার পাঠকপ্রিয় ঋদ্ধ কথাসাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ। লেখেন উপন্যাস, ছােটগল্প, কিশাের উপন্যাস, শিশুতােষ, কবিতা ও ক্রীড়া বিষয়ক বই । বলা যায়, সাহিত্যের সব শাখায় তাঁর অবাধ বিচরণ । লিখছেন আড়াই দশক ধরে। এ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছেন সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ। বাংলাদেশ ও ভারতে প্রকাশিত এ লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা দু’শােরও বেশি। অসংখ্য পাঠকপ্রিয় উপন্যাস ছাড়াও তাঁর গল্পগ্রন্থ, কিশাের উপন্যাস, ক্রীড়া বিষয়ক বই এবং বিশ্বের সেরা কবিদের অনূদিত কবিতার বইগুলাে ব্যাপক পাঠক সমাদৃত। তাঁর খেলাধুলার আইন, গ্রামবাংলার খেলাধুলাসহ অনেক বই বিভিন্ন স্কুলহলজ-বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ও সহায়ক বই হিসেবে পড়ানাে হয়। ছােটদের জন্যে লেখা তাঁর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, একুশের ভাষাশহীদ → ভাষাসৈনিক, কিপটে মামা, কিটটে মামার বিয়ে, বৈজ্ঞানিক ভূত, মামাবাড়ির মজার কাণ্ড, গল্পগুলাে মুক্তিযুদ্ধের, কিশাের মুক্তিযুদ্ধের গল্প, ভৌতিক চশমা, ভূতের সাথে একদিন বইগুলােও পাঠকহৃদয় ছুঁয়ে আছে। সাহিত্যচর্চায় অবদানের জন্যে ২০০৪ সালে পান অমরেশ বসু কলেজ সম্মাননা, ২০১৪ সালে ভারতের ইতিকথা সাহিত্য পুরস্কার ও এআইপিএস-ডে সম্মাননা, ২০১৫ সালে লাভ করেন বাংলাদেশ কবি সভা সম্মাননা, কবি সভার চট্টগ্রাম শাখার ও রাজশাহী একটি সংগঠনের এবং পশ্চিম বাংলার ফাল্গুন পত্রিকা সম্মান। ২০১৬ সালে পান বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ‘কবি বরণ ও বাংলাদেশ কবি সভার কুমিল্লা শাখার সম্মাননা। ১৯৬২ সালের ২২ সেপ্টেম্বর মাগুরা জেলার পুখরিয়া (আলােকদিয়া) গ্রামে জন্ম এ ঋদ্ধ লেখকের। পিতা মরহুম সৈয়দ হাসান আলী, মা মরহুমা আয়েশা হাসান। ৯ ভাইবােনের সবার ছােট। ১৯৯৫ সালে বিয়ে করেন। স্ত্রী অধ্যাপক শাহানা পারভীন লাভলী ও দুই কন্যা আয়েশা ঋদ্ধি ও আয়েশা ঋতিকে নিয়ে ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতায় সুখের সংসার।