Skip to Content
Filters

author.name

সৈয়দা আঁখি হক

সৈয়দা আঁখি হক লোকসংগীত মানুষের মনের কথা বলে। তাই প্রাচীনকাল থেকে মানব সংস্কৃতির অন্যতম বাহন এই লোকসংগীত। ভাব, বাণী ও আবেগে শিল্পীর স্বতঃস্ফূর্ত কণ্ঠে বেরিয়ে আসে এর রসসুধা। আবহমান বাংলার সেই হৃদয় উৎসারিত ধারার শ্রেষ্ঠ উত্তরাধিকারী শাহ আবদুল করিম। যিনি বাংলা বাউলগানের এক কিংবদন্তি মহাজন। জীবদ্দশায় প্রায় পাঁচ শতাধিক গান লিখে, সুর করে এবং গেয়ে অতুলনীয় ও অনিবার্য ব্যক্তিত্বে পরিণত হন তিনি। এই অসামান্য গুণীর কিশোর-উপযোগী ‘জীবনী’ রচনা করেছেন আরেক মেধাবী তরুণ গবেষক সৈয়দা আঁখি হক। ইতোপূর্বে তিনি আরো ৩টি গ্রন্থ রচনা করেছেন। ১. ‘আরকুম শাহ : জীবনদর্শন ও গীতিবিশ্ব’, ২. ‘পল্লিগীতির সুধাকণ্ঠ : রুপালি সুরের আল্পনা’। ৩. ‘ছোটোদের রকীব শাহ’। এই গ্রন্থটির জন্য ২০১৮ সালে ‘বাবুই পা-ুলিপি পুরস্কার’ অর্জন করেছিলেন তিনি। আঁখি হক একজন নিষ্ঠাবান পরিশ্রমী গবেষক। বাংলার চিরায়ত লোকসংগীত নিয়ে গবেষণার মতো কঠিন কাজটি সুনিপুণ দক্ষতায় করে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। চট্টগ্রামের সন্তান হয়েও সিলেটসহ নানা অঞ্চলের অসংখ্য মরমি সাধক-কবির জীবন-কর্ম ও দর্শন নিয়ে রচনা করেছেন বহু মূল্যবান প্রবন্ধ। দেশের প্রায় সব ক’টি পত্রিকায় তাঁর গবেষণালব্ধ অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।