সৈয়দা রাশিদা বারী
সৈয়দা রাশিদা বারী একজন বহুমাত্রিক লেখক। যাঁর রচনার পরিমাণ বিপুল। তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাংবাদিক ও গীতিকার। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং বিজ্ঞানী। মা বাবার পরিসরে ভাই-বোন সমঅধিকার প্রতিষ্ঠার প্রবক্তা। নারীর ক্ষমতায়ন মূল্যায়ন ও বাস্তবায়নে পুত্র-কন্যাকে আলাদা দেখেন না বিশেষ করে মা-বাবার ঘরে প্রাপ্ত অংশ অর্থ-সম্পদ ও অধিকারের ক্ষেত্রে। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা: প্রায় ১শতটি। সাহিত্য-গবেষণাসহ প্রকাশের পথে রয়েছে প্রায় ২০টি। জন্ম: সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও চলচ্চিত্রের গীতিকার। সম্পাদক-প্রকাশক জাতীয় সচিত্র মাসিক স্বপ্নের দেশ, ঢাকা। সাংবাদিকতায় দৈনিক আজকের সংবাদ এর বিশেষ প্রতিনিধি। দৈনিক জনপদ এর সাবেক বিশেষ সংবাদদাতা। দৈনিক আল আমীন এর বিভাগীয় সম্পাদক/নারী ও শিশু বিভাগের প্রধান এবং কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। মাসিক ডাকপিয়ন (ঢাকা) এর সাবেক চীফ রিপোর্টার এছাড়াও পূর্বে অন্যান্য দৈনিকে ছিলেন