Skip to Content
Filters

author.name

সোহরাব হাসান

সোহরাব হাসান কবি প্রাবন্ধিক। জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৫৫, শৌলজালিদ, ঝালকাঠী। সাংবাদিকতা করেছেন দুই যুগেরও বেশি সময় ধরে। জনকণ্ঠ, দৈনিক দেশ, বাংলার বাণী, জনপদ, ভোরের কাগজ, সংবাদ হয়ে এবং দৈনিক যুগান্তর-এর সহযোগী সম্পাদক। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তীক্ষ্ম ও যুক্তিবাদী বিশ্লেষণ ইতিমধ্যে সোহরাব হাসানকে জনপ্রিয় কলাম লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার লেখার বিষয় সমসাময়িক হলেও স্থায়ী আবেদন রাখতে সক্ষম।