সৌমেন হাজরা
সৌমেন হাজরা জন্ম ১২ ডিসেম্বর ১৯৭৫, খুলনায়। পৈত্রিক বাড়ি নড়াইলের লােহাগড়া উপজেলার ইতনা গ্রামে। বাবা সমরেন্দু শেখর হাজরা, মা মায়া রানী হাজরা। সহধর্মিণী পূষ্যা রায় এবং পুত্র সােহম হাজরা সৌর কৈশাের থেকে বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত। বিজ্ঞান সংগঠন প্রাণিক বিজ্ঞানাগারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে প্রাচী স্থপতি নামের স্থাপত্য নসালটেন্সি প্রতিষ্ঠানের প্রধান স্থপতি। বিজ্ঞানমনষ্ক সুষম মজ নির্মাণে প্রত্যয়াবদ্ধ।