সৌরভ চক্রবর্তী
ত্রিপুরায় জন্ম, বেড়ে উঠেছেন আগরতলায়। ঐতিহ্যবাহী উমাকান্ত। অ্যাকাডেমি বিদ্যালয়ে পড়াশােনা। করেছেন-পরবর্তীতে কারিগরি বিদ্যায়। স্নাতক। স্কুল-জীবন থেকেই লেখার হাতেখড়ি। কলেজ জীবনে ‘ব্ল্যাকবাের্ড' পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন। এক সময় গ্রুপ থিয়েটারও করেছেন এই লেখক। তখন থেকেই। বড়দের জন্য গল্প লেখার শুরু।। প্রথম উপন্যাস চতুর্থস্তম্ভ প্রকাশিত হয়। ২০১২ সালে। সেই থেকে রহস্য-গৃলার, জীবনমুখী, সব লেখাতেই সমান স্বচ্ছন্দ।। ছােটদের জন্যে লিখেছেন। ‘কিশাের-ভারতী, সন্দেশ'-এর মত। পত্রিকায়। ত্রিপুরার ‘শিশুমহল’-এর জন্য। এক বছর টানা লিখেছেন জনপ্রিয় কমিকস কলাম সিরিজ। এ ছাড়াও বিভিন্ন। সংকলনে প্রকাশিত হয়েছে একাধিক গল্প । শেষ গল্প-এর মত অন্যধারার গল্প লিখে। লেখক-পাঠকের কাছ থেকে পেয়েছেন। অকুণ্ঠ ভালােবাসা। চাকরিসূত্রে কলকাতানিবাসী এই লেখক সময় পেলেই পত্রিকা ও ওয়েবজিনের । জন্য লেখেন। গল্পের খোঁজে দেশ চষে। বেড়ানােটা সাম্প্রতিককালে নেশায়। পরিণত হয়েছে।। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘গল্পের ছদ্মবেশ।