Skip to Content
Filters

author.name

সৌরভ সিকদার

সৌরভ সিকদার (সিকদার মনােয়ার মুর্শেদ) জন্ম নড়াইল চিত্রা নদীর পারে তার ভ্রমণবিলাসী মন, ঘুরে চলেছেন পৃথিবীর মানচিত্রে, দেখেছেন বিচিত্র মানুষ আর বিস্ময়। অসংখ্য গল্প রয়েছে জমা তার সঞ্চয়ে। অনেক ছবি তােলা আছে চোখের ক্যামেরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা, লেখালেখি মিলিয়ে তার কর্মপরিসর। প্রকাশিত গবেষণা, নিবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা এসব মিলিয়ে গ্রন্থের সংখ্যা ত্রিশের বেশি। মূলত গদ্যের বৃত্তে বিচরণ, তবু সময়ের সঙ্গে লিখে চলেছেন কবিতা। প্রকাশিত দুটি কবিতার বই ইতােমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রথম উপন্যাস পিছুটান বের হয় একুশ বছর আগে। তার দ্বিতীয় উপন্যাস ভূমিকম্প পাখির ডাক (২০২০)। এটি তার তৃতীয় উপন্যাস। ভালােবাসেন পড়তে এবং পড়াতে। তিনি লিখেন প্রেম-বিরহ, মানুষের অস্থির মন, অন্ধসংস্কার আর স্মৃতিকাতরতা নিয়ে।