Skip to Content
Filters

author.name

স্বপ্না সরকার

স্বপ্না সরকার লেখিকা স্বপ্না সরকারের জন্ম ১৬ সেপ্টেম্বর কলকাতার অখিল মিস্ত্রী লেনে। পিতা শ্যামাপদ সরকার কলকাতার প্রখ্যাত প্রকাশনা সংস্থা কামিনী প্রকাশালয়ের কর্ণধার। মাতা শ্রীমতী লীলা সরকার কামিনী প্রকাশালয়ের প্রকাশনা বিভাগে যুক্ত। লেখিকা কলকাতার মিত্র বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ইতিহাসে অনার্স নিয়ে বি.এ. ডিগ্রী সম্পন্ন করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে এম.এ ও এম.ফিল ডিগ্রী অর্জন করেন ও সেট (SET) পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পি.এইচ.ডি ডিগ্রীর জন্য গবেষণারত। পড়াশোনার পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতচর্চায় সমান আগ্রহী। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে কিছুকাল শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলেন। বর্তমানে কামিনী প্রকাশালয়ে প্রকাশনা বিভাগে নিযুক্ত।