Skip to Content
Filters

author.name

হাফিজুর রহমান ভূঞা

হাফিজুর রহমান ভূঞা ( জন্ম, ১৯৫৫ খ্রিষ্টাব্দ) ঢাকা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে অনার্স ও মাষ্টার্স এবং ইতিহাস বিভাগ হতে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮২ নিয়মিত ব্যাচের বি.সি.এস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৩ সালে কক্সবাজারে মহকুমা প্রশাসক কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি চাকুরিজীবন শুরু করেন। পরবর্তীকালে ময়মনসিংহে এবং নরসিংদীর পলাশে উপজেলা ম্যাজিষ্ট্রেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও ধর্মপাশায় উপজেলা নির্বাহী অফিসার, এবং সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পদে কর্মরত ছিলেন। ২০০১ সাল হতে ২০০৪ সাল পর্যন্ত দিনাজপুর ও বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসক, ২০০৫ ও ২০০৬ সালে সংস্থাপন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ পর্যটন করপােরেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ২০০৮ সালে তিনি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার পদে নিযুক্ত হন এবং ২০১০ সাল পর্যন্ত অবিভক্ত রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার পদে নিয়ােজিত ছিলেন। চাকুরিকালীন সময়ে তিনি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফর করেন। ২০১৫ সালে তিনি সরকারি চাকুরি হতে অবসর গ্রহণ করেন। চাকুরির পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে গবেষণাকর্মে যুক্ত ছিলেন এবং তাঁর বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থসমূহ: সিলেট বিভাগের প্রশাসন ও ভূমি ব্যবস্থা (১৯৯৯), যুগপরম্পরায় বাংলার ভূমি আইন ও ভূমি ব্যবস্থা (তিন খণ্ড) (২০০২-২০০৪), অবিভক্ত রাজশাহী বিভাগের সমস্যা ও সম্ভাবনা (সম্পাদিত) (২০১০)।