Skip to Content
Filters

author.name

হাসান মাহাদী লালটু

হাসান মাহাদী লালটু ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মীনগ্রামের কাঁদামাটিতে হাসান মাহাদী লালটু। ১৯৮৯ সালে জন্ম। এসএসসি ও এইচ এসসি পাশ করেন ঝিনাইদহে। এরপর পাড়ি । জন আজকাল জলর। ২০১৮ সালে তিনি মাস্টার্স সম্পন্ন। হলেন জাক বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি জিকা যেকে৷ ছােটবেলা থেকেই শিল্প-সংস্কৃতি অনুরাগী একজন। আলফ লালেই জল জীবনে যেমন খুশি তেমন সাজো দিয়ে অলিজের যাত্র। স্কুলজীবনে আবৃত্তিতে কিছু স্বীকৃতি লালটুকে। একজন আবত্তিশিল্প হয়ে উঠতে বিশেষ ভূমিকা পালন করেছে। ২=১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্র আবৃত্তি কােন নিজাবাল আবৃত্তি কর্মী হিসেবে কাজ করেছেন লালটু। একজন আদর্শ হিসেটার মীও বটে। তীরন্দাজ নাট্যদলের উ নাটকে অভিনয় করছেন। একাডেমিক পড়াশােনায় ইছিল সেরা পাঁসেমধ্যে অবস্থান করে নিয়েছেন কিন্তু কোন 'জাকাতে ৰা অভিজাত জীবন যাপনের পথে তিনি পা কমাতে তিনি পেশাগতভাবেই একজন শিল্পী। তিনি । জন আবৃত্তি শিল্পী, অভিনেতা, ভয়েজ আর্টিস্ট, কণ্ঠ শিক্ষক ও হঠক। দূরন্ত ও দীপ্ত টেলিভিশনের অভিনেতা ভাবিং আর্টিস্ট) এবং বাংলাদেশ। অভিনেতা ও স্বনামধন্য অনুষ্ঠান উপস্থাপক। টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিওতে ই ও আবৃত্তি শিল্পী হিসেবে কাজ করে। এ ডিসেম্বরে হাসান মাহাদী লালটু প্রতিষ্ঠা কশিত কেন্দ্রিক সংগঠন বৈঠক'। তিনি অভিনয় ও উপস্থাপনা পাঠশালার অধ্যক্ষ। গলাল ছেন। হাসান মাহাদী লালটু তথ্যচিত্রসহ বিভিন্ন মাধ্যমে ভয়েজ। করে চলেছেন।