হাসিনুল ইসলাম
হাসিনুল ইসলাম আৰু উলা মুহাঃ হাসিনুল ইসলাম ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই বিশ্বসাহিত্যের প্রতি আকর্ষণ অনুভব করেছেন। অনুবাদের শখ থেকে প্রথমে মাইক্রোসফট ও পরবর্তী কালে গুগলের বাংলা লোকালাইজেশন টিমে অনুবাদক হিসেবে কাজ করেন। এছাড়াও, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ইংরেজি ভার্সন বইয়ের অনুবাদ ও সম্পাদনার কাজ করেন। সম্প্রতি তিনি অনুবাদ অধ্যয়ন ও ভাষাবিজ্ঞান বিষয়ক টেক্সট অনুবাদে আগ্রহী হয়েছেন। বাংলা ভাষায় স্বল্প পরিচিত ডিস্টোপীয় ঘরানার কথাসাহিত্যকে পাঠকের কাছে নিয়ে আসার প্রচেষ্টায় তাঁর এই বর্তমান অনুবাদ । পেশাগত জীবনে তিনি বিসিএস (শিক্ষা) ক্যাডারে কর্মরত ইংরেজি বিষয়ের শিক্ষক। বাংলাদেশে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাসরত লিঙ্গুয়া ফ্রাঙ্কা সাদরি ভাষা বিষয়ে এমফিল গবেষণা করেছেন ও বর্তমানে ইংরেজি ভাষায় বিদেশিদের রচিত বাংলা ব্যাকরণ বিষয়ে পিএইচডি গবেষণায় রত আছেন।