Anowar Kamal
আনােয়ার কামাল আনােয়ার কামাল প্রকাশিত কবিতাগ্রন্থ: নৈঃশব্দ্যের রাত্রিদিন, সােনালি নির্জনতা, বিমূর্ত মগ্নতা, সুদূরিকা ও আমার মনপাখি, কুড়িয়ে পাওয়া পঙক্তি। প্রকাশিত গল্পগ্রন্থ: রােদেলা দুপুর, সে রাতে কালাে বিড়ালটি এসেছিল। প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: জাদুবাস্তবতা ও অন্যান্য, কবি ও কবিতা নিয়ে কিছু কথা । শিশুতােষ গল্পগ্রন্থ: ভূতের বাড়ি দেখতে গিয়ে । সম্পাদনা: শত প্রেমের কবিতা, বৈশাখে রচিত পঙক্তি, ভালােবাসার ১০০ রঙ, এই সময়ের গল্প । সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা ‘নােঙর’ । বর্তমানে সম্পাদনা করছেন সাহিত্য বিষয়ক ছােটকাগজ এবং মানুষ’ । রাজধানী ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যক্তি জীবনে স্ত্রী গৃহিনী। তাদের দুই কন্যা রয়েছে। সম্মাননা: স্বরূপ সাহিত্য সম্মাননা ২০১৫