Arham Golpo
আরহাম গল্পের জন্ম ৭ মার্চ ২০১৪ সালে, কুষ্টিয়া শহরে। বেড়ে ওঠা ঢাকায়। মা তাবাচ্ছুম মাটি ও বাবা মোজাফফর হোসেন। বর্তমানে আরহাম বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরহামের শখ ছবি আঁকা, বইপড়া ও সংগীতচর্চা। ৬ বছর বয়স থেকে, তখনো লিখতে শেখেনি, আরহাম গল্প বলে মোবাইলে ধারণ করতে শুরু করে। বর্তমানে সে নিজের মতো করে গল্প লেখার চেষ্টা করে যাচ্ছে। তার প্রিয় বই ঠাকুরমার ঝুলি, জেরোনিমি স্টিলটন সিরিজ, রোয়ল ডাল তার প্রিয় বই।