Skip to Content
Filters

author.name

Ashish Bhattacharjee

আশীষ ভট্টাচার্য্য একজন বাবা, একজন স্বামী, একজন গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। তার অন্যতম প্রিয় পরিচয়, তিনি সকাল বেলার পাখি নামক শিশুদের সৃজনশীল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক। শিশুদের ভালোবেসে তার প্রথম বই সকাল বেলার পাখি। কোভিড পরবর্তীসময়ে শিশুদের ঘরবন্দি জীবনে কিছুটা স্বস্তি এনে দিতে তিনি শিশুদের জন্য অনেক গল্প লিখেছেন, সেসব গল্পের নির্বাচিত সংকলন এই বই। আশীষ ভট্টাচার্য্যের জীবনে দুজন নারী সকল কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন- মা সতী ভট্টাচার্য্য ও স্ত্রী আফরিন বেগম। আশীষ ভট্টাচার্য্যের জন্ম ১৯৭৯ সালের ১৮ সেপ্টেম্বর। তার শৈশব কেটেছে রংপুরে। বাবা শিবদাস ভট্টাচার্য্যের কোলে বসে শৈশবে তার গানের হাতেখড়ি। রংপুর জিলা স্কুল তার শিশুকাল রাঙিয়ে তুলতে অনেক ভূমিকা রেখেছে। কৈশোর থেকেই তিনি নানান সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। স্কুলজীবনে তার প্রথম গানের দল সেইলর্স। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক করেছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে তার দ্বিতীয় গানের দল 'তান' থেকে প্রথম গানের এলবাম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। কর্মজীবনে তিনি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘদিন চাকরি করেছেন। বর্তমানে তিনি যোগাযোগবিষয়ক একজন পরামর্শক হিসেবে কাজ করছেন। একমাত্র সন্তান প্রফুল্ল অংশুমানকে নিয়ে তার তৃতীয় গানের দল সং ফর গুড। এ ছাড়া বিটুমামা নামে তিনি শিশুদের জন্য মজার কনটেন্ট তৈরি করে থাকেন। তার প্রথম বই : বিটু মামার এক বাক্স গল্প।