Atikul Husain Khan
আতিকুল হােসেইন খান একজন প্রকৌশলী এবং চাকুরি জীবনের প্রায় পুরােটাই রেলওয়েতে কাটিয়ে ১৯৯৯ সালে রেলের মহা-পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তবে রেল ও প্রকৌশল ছাড়াও নানা বিষয়ে বরাবরই তার আগ্রহ ছিল। ২০১১ সালে তিনি ‘পবিত্র কুরআনঃ বুঝে পাঠ' এই শিরােনামে একটি পুস্তক প্রণয়ন ও প্রকাশ করেন। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় উৎস প্রকাশন তাঁর প্রণীত একখানা বই প্রকাশ করে যার শিরােনাম ‘বাংলা বানানের কতিপয় নিয়ম ও মনে রাখার কিছু কৌশল। ২০১৭ ও ২০১৮ সালের অমর একুশে বইমেলায় শ্রবণ প্রকাশনী থেকে তাঁর রচিত ‘চিনিমণ্ডা’ ও ‘যখন রেলে চড়লাম’ নামক দুইটি বই প্রকাশ পায়।