Bibi Rokeya
বিবি রোকেয়া জন্ম : বন্দর নারায়ণগঞ্জ বাবা : মুক্তিযােদ্ধা ম. সিরাজুল ইসলাম মা : রহিমা বেগম। লেখাপড়া : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ ও গবেষণা অনুষদে মাস্টার্স। গল্পের বুনন, শব্দচয়ন ও বাক্য নির্মাণে তিনি এক নিপুণ জাদুকর। তার ভাবনা এবং স্বপ্নের জগৎ অন্যদের চেয়ে ভিন্নতর। নবীন প্রজন্মের হাতে সেটাও বিশেষ তাৎপর্যবহ। সব মিলিয়ে এই গ্রন্থ হয়ে উঠেছে তথ্যমূলক ও প্রেরণাদায়ক। নতুনত্বের সাথে মৌলিকত্বের গর্বিত উপস্থাপনায় খুব শীঘ্রই প্রসিদ্ধজনদের মাঝে স্থান পাবেন। সাধনায় তিনি নিষ্ঠাবান, শিল্পরুচি সৃষ্টিতে যিনি নিজেকেই অতিক্রম করছেন। গল্পগুলাে পাঠককে বিশ্বসাহিত্যের বিপুল বৈচিত্র্যময় জগৎ সম্পর্কে উৎসুক করে তুলবে। গ্রন্থটি সযত্নে সংরক্ষণের জন্য নয়, হাতের কাছে, পড়ালেখার টেবিলে রেখে কাজে লাগালে পাঠক যতটা উপকৃত হবেন, আমার আনন্দ তার চেয়ে একটু বেশি। অক্ষমতা তাে থাকবেই। আমার শুভ আকাক্ষার কথা ভেবে অক্ষমতাকে অবহেলা করবেন। সকলের প্রতি শুভকামনা।