Dr. Jalal Firoj
জালাল ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি লাভ করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ থেকে তিনি পিএইচ-ডি ডিগ্রি অর্জন করেছেন। পার্লামেন্টারি গণতন্ত্র, রাজনৈতিক সংঘর্ষ, সুশাসন, রাজনীতির প্রাতিষ্ঠানিকীকরণ ইত্যাদি বিষয়ে নিবেদিত একজন গবেষক। তাঁর অন্য গ্রন্থগুলো হলো: পার্লামেন্টারি শব্দকোষ (বাংলা একাডেমি, গঞ্চম মুদ্রণ ২০১৮), ছোটোদের পার্লামেন্ট (বাংলা একাডেমি ২০১৬), পার্লামেন্ট কীভাবে কাজ করে: বাংলাদেশের অভিজ্ঞতা (দ্বিতীয় সংস্করণ ২০১৫, জনতা প্রকাশ), বাংলাদেশের সাংঘর্ষিক রাজনীতি এবং পার্লামেন্ট।