Enamul Haq Enam
এনামুল হক এনাম অনলাইন লেখালিখির নানা মাধ্যমে একটি অতি পরিচিত নাম। প্রথম আলাে ব্লগের তুমুল জনপ্রিয় লেখক। পেশায় চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক। পড়ুয়া পরিবারে জন্ম, ছােটবেলা থেকেই তৈরি হয়েছে পাঠাভ্যাস। রম্য রচনা দিয়ে লেখালিখির শুরু সেই শৈশবে। অনুপ্রেরণায় সবসময় স্মরণ করেন বড় ভাই কবি মুকুল ইকবালকে। চার ভাইয়ের মধ্যে কনিষ্ঠ। এক সন্তানের জনক। স্ত্রী মানসুরা এনাম শিক্ষিকা। বর্তমানে পরিবারের সাথে সিলেটে বসবাস করছেন। দীর্ঘদিনের শখ কোন এক তুমুল বৃষ্টির রাতে নৌকার ভেতর বসে লণ্ঠন জ্বালিয়ে কবিতা পড়া। বর্ষা আসে, বর্ষা চলে যায়, শখ আর পূরণ করা হয় না। কিছু শখ নাকি জিইয়ে রাখতে হয়। সেখানেও থাকে ভালাে লাগা