Haroonuzzaman
হারুনুজ্জামান, জন্ম ১৩ই জানুয়ারি, ১৯৫১ সালে ঢাকায়। পেশা শিক্ষকতা। বর্তমান কর্মস্থল-ইংরেজি বিভাগ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। পূর্বাপর কর্মকাণ্ড- শিক্ষকতা (লিবিয়া, কাতার); সাংবাদিকতা (দি ইনডিপেনডেন্ট, ইউএনবি); ব্রডকাষ্টার (রেডিও পাকিস্তান, বাংলাদেশ বেতার, কাতার ব্রডকাস্টিং সার্ভিস)। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ