Skip to Content
Filters

author.name

Ishtiaq Ahmed

আপনি কি আমার প্রশ্নে বিরক্ত হলেন। প্রশ্নটা করলেন মধ্যবয়স্ক মানুষটা।। তার গলার স্বরে এবার কোন অব। অপরাধী ভাব।আনিস বললাে, আরে না ভাই, বিরক্ত হবাে কেন! আসলে আপনার কথার উত্তরে কী বলবাে তা ভেবে পাচ্ছিলাম না। তাই সময় নিচ্ছিলাম। ভদ্রলোক আনিসের কথায় খানিকটা আশ্বস্ত হলেন। - আসলে আমি একটা উপন্যাস। লিখবাে। মফস্বল শহর কেন্দ্রিক। মফস্বল সম্পর্কে আইডিয়া কম তাে,। তাই কয়েকদিনের জন্যে এসেছি। - মফস্বল! বলেন কী। ভাঙাচোরা একটা জায়গা; মফস্বল আরাে উন্নত। হয়। আপনি বড়জোর এটাকে আধা মফস্বল বলতে পারেন। - এখানে এসে অবশ্য আমারাে। সেরকমই মনে হচ্ছে। - আপনি তাহলে একজন লেখক? - হ্যা, তা বলতে পারেন। - আনিস নামে কোনাে লেখকের নাম শুনিনি তাে! - আমি নিজেও শুনিনি। প্রথম। উপন্যাস প্রকাশিত হলে তেও পারেন! - ও আচ্ছা, হাহাহা!