Skip to Content
Filters

author.name

M A Majid

এম এ মজিদ জন্ম খুলনা জেলার ডুমুরিয়া থানার কুমারঘাটা গ্রামে ১৯৫৪ সালে পিতা মরহুম রাঙা মিয়া সরদার ও মাতা রাশিদা বেগম । ছােট মামা এছাহাক আলী মােড়লের অভিভাবকত্বে। শিক্ষাজীবন শুরু ও বেড়ে ওঠা। চাকুরী জীবনে প্রবেশ করে শুরু হয় পালা রচনা, নির্দেশনা ও অভিনয়ের সাথে যাত্রা গবেষণা। এরই ফাঁকে শিক্ষাজীবন শেষ করেছেন স্নাতকোত্তর পর্বের । ঐতিহাসিক, পৌরাণিক, দেশাত্মবােধক, সামাজিক ও জীবনীমূলক পালা নিয়ে তার যাত্রা বিষয়ক রচনা পঞ্চাশের ওপরে। এছাড়াও উপন্যাস, জীবনীগ্রন্থ ও লােকসংগীত বিষয়ে প্রকাশিত গন্থের সংখ্যা ৬৮ । বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনীমূলক পালা রচনা করে এক বিভাময় বৈচিত্র্যের পরিচয় দিয়েছেন।