Masum Billah
মাছুম বিল্লাহ বাবুগঞ্জ পাইলট হাইস্কুল, বরিশাল থেকে এসএসসি এবং সরকারি বিএম কলেজ, বরিশাল থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর শিক্ষকতা করেন সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ ও রাজউক উত্তরা মডেল কলেজে ও বাংলাদেশ উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, পেইস (পােস্ট-প্রাইমারি বেসিক অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন) উইংএ ইংরেজি বিশেষজ্ঞ হিসেবে যােগাদন করেন। তিনি দেশে এবং বিদেশে বহু সেমিনারে শিক্ষার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন এবং বাংলা ও ইংরেজি দৈনিকে নিয়মিত কলাম লেখেন। বর্তমানে তিনি ইংলিশ টিচার্স অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ETAB)-এর সভাপতি। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণে অবদানের জন্য আন্তর্জাতিক টিসল কর্তৃপক্ষ তাকে টিসল। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করে। TESOL (Teachers of English to Speakers of Other Languages)-এর প্রেসিডেন্ট Dr. Christine Coomb নিজ হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এ অ্যাওয়ার্ড জনাব মাছুম বিল্লাহর হাতে তুলে দেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক শিক্ষক সংগঠনের সদস্য।